Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগাম নির্বাচনের প্রশ্নই আসে না: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ১২:৪০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৩ ১৪:১৩

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগাম নির্বাচন হবে না, রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগাম ভোটের প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, শতভাগ সুষ্ঠু ভোট ব্যালট বা ইভিএমে সম্ভব নয়। আর এটি নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয়। নির্বাচনের বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ।

তিনি বলেন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। নির্বাচনে সবগুলো দল অংশগ্রহণ করলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোন চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি। কারচুপি বন্ধ করা সহজ। আগাম নির্বাচন হবে না, রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি কমিশনের। আগাম ভোটের প্রশ্নই আসে না।

সারাবাংলা/জিএস/এনইউ

আগাম নির্বাচন সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর