Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ০৬:৪৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৩ ০৬:৫০

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৪০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা শহরের হাসপাতালে রোডের তমালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার শীতলপাড়া গ্রামের আমজেদ হোসেনের ছেলে এবং নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর শিউলি আক্তারের ভাই।

স্থানীয় লোকজন জানান, রাত ১০টার দিকে সুমন তমালপট্টি এলাকায় অবস্থান করছিলেন। এমন সময় ৭ থেকৈ ৮ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালায়। সুমনকে তারা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সুমনের মাথায়, ঘাড়ে ও হাত-পায়ে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনরা জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজন যুবলীগ ও শ্রমিকলীগ কর্মীর সঙ্গে সুমনের বিরোধ চলছিল। এর জেরে তারা সুমনকে হত্যা করেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার বিস্তারিত পরে জানাতে পারবো।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ বরিশাল যুবলীগ কর্মী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর