Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ২১:৫৬

ঢাকা: সরকার গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার ওপর চপেটাঘাত। সরকারবিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন, সাংবাদিকসহ বিএনপি ও বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং গ্রেফতারের মাধ্যমে সরকার প্রমাণ করছে যে, তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘চলমান দুর্বার গণআন্দোলনকে ধুলিস্যাৎ করতে এবং বিএনপি নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ধারাবাহিকভাবে নির্যাতন ও জুলুম চালাচ্ছে। বিএনপিসহ সরকারবিরোধী ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতারের মধ্য দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিচ্ছে যে, সরকারের সমালোচনা করা যাবে না। কিন্তু বিএনপি নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর দমন নীতি প্রয়োগ করে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর