Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলা-গ্রেফতারই আওয়ামী লীগের শেষ ভরসা: মীর হেলাল

সারাবাংলা ডেস্ক
৫ এপ্রিল ২০২৩ ২০:২৪

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে লেখা ও বলার স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে সরকার। মুখ খুললেই মামলা আর গ্রেফতার, এটাই আওয়ামী লীগের শেষ ভরসা।

বুধবার (৫ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশের মানুষ মনস্থির করে ফেলেছে। সরকারের বিরুদ্ধে বিএনপির যে আন্দোলন শুরু হয়েছে, সেটার পক্ষে জনমত স্পষ্ট হয়ে গেছে। এখন কীভাবে সরকারের পতন হবে, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আন্দোলন শুরু হয়ে গেছে। বিদেশিদের সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। কিন্তু ফয়সালা হবে রাজপথে। ফয়সালা হতে হবে রাস্তায়। নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।’

হাটহাজারী পৌরসভার আলমগীর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও জেলার সদস্য জাকের হোসেন। বিএনপি নেতা গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলার আহবায়ক নূর মোহাম্মদ, উত্তর জেলার যুগ্ম আহবায়ক নুরুল আমিন, জেলার সদস্য মো. ইউনুস বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ মামলা গ্রেফতার শেষ ভরসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর