Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ এপ্রিল থেকে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ১৯:৪১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৩ ২১:৫৮

ঢাকা: ঈদুল ফিতর সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে শুক্রবার (৭ এপ্রিল) থেকে। বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, একই দিন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হচ্ছে। এবার ট্রেনের সব টিকিট অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, ৭ এপ্রিল টিকিট কেটে ১৭ এপ্রিল যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আর ঈদ পরবর্তী টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল। যে সকল যাত্রী ৭ এপ্রিল যাতায়াত করবেন তাদের ১৭ এপ্রিল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ১৮ এপ্রিল যাতায়াত করার জন্য টিকিট কাটতে হবে ৮ এপ্রিল, ১৯ এপ্রিল যাতায়াত করার জন্য টিকিট কাটতে হবে ৯ এপ্রিল। একইভাবে ২০ এপ্রিলের জন্য ১০ এপ্রিল, ২১ এপ্রিল যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ১১ এপ্রিল।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঈদ শেষ করে ফিরে আসার জন্য ১৫ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে। ২৫ এপ্রিল যাতায়াতের টিকিট পাওয়া যাবে ১৫ এপ্রিল, ২৬ এপ্রিল যাতায়াতের টিকিট কাটতে হবে ১৬ এপ্রিল, ২৭ এপ্রিল যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ১৭ এপ্রিল। একইভাবে ২৮ এপ্রিল যাতায়াতের ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের জন্য ১৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল ভ্রমণের জন্য ২০ এপ্রিল টিকিট কাটতে হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদে অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি/জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে এবং এই চারজনেরই নাম এনআইডি বা জন্ম সনদ উল্লেখ থাকতে হবে। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট বিদ্যমান রিফান্ড রুল অনুযায়ী শুধুমাত্র অনলাইনে রিফান্ড করা হবে। রেলওয়ের কর্মকর্তা কর্মচারী ও বিশেষ শ্রেণির জন্য সংরক্ষিত টিকিট স্টেশনের নির্ধারিত কাউন্টারে বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, এবার ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ৫৩টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটাতে ২১৮টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহার করা হবে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ ও রেলে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। থাকবে ভ্রাম্যমাণ আদালতও।

এদিকে, ৭ এপ্রিল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হচ্ছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভংকর ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, ৭ এপ্রিল থেকে ঈদের যে টিকিট বিক্রি করা শুরু হবে তা দিয়ে ১৬ এপ্রিল থেকে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

অগ্রিম টিকিট বাস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর