Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর নিয়ে বহুতল বাড়ির মালিকদের হুঁশিয়ার করলেন চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ১৯:২৭

চট্টগ্রাম ব্যুরো: বহুতল বাড়ি বানিয়েও যারা নতুন নিয়মে গৃহকর দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৫ এপ্রিল) সকালে নগরীর নিউমার্কেটের ৪ নম্বর ট্যাক্স সার্কেল কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জনভোগান্তি হ্রাসে আমার কৌশল হলো হোল্ডিং নম্বরের সংখ্যা বাড়াতে হবে। আর কারও নামে অতিরিক্ত ট্যাক্স বসানো হলে তা আপিল বোর্ডের মাধ্যমে কমিয়ে দিতে হবে। যারা বহুতল বাড়ি করেছেন, তাদের নতুন অ্যাসাসমেন্ট অনুযায়ী গৃহকর দিতে হবে, সেখানে বাড়তি হলে আপিল বোর্ড অবশ্যই বিবেচনা করবে। কিন্তু বহুতল বাড়ি বানিয়েও গৃহকর না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কর আদায়ের স্বচ্ছতার তাগিদ দিয়ে মেয়র বলেন, ‘তদারকির অভাবে ট্রেড লাইসেন্স ছাড়া অনেকে ব্যবসা করছে। কর আদায় কর্মকর্তাদের অবহেলাতে এই চর্চা চট্টগ্রামের অনেক এলাকায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে। অনেক কর্মচারী যথাসময়ে উপস্থিত থাকেন না, যা শৃঙ্খলাবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ।’

তিনি বলেন, ‘চসিককে আয় করে ব্যয় করতে হয়, তাই চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে কর আদায় বাড়াতে হবে। বাড়তি কর নির্ধারণ করে জনভোগান্তি সৃষ্টির পরিবর্তে স্বচ্ছতার মাধ্যমে কর আদায় বাড়াতে হবে।’

এ সময় চসিক কাউন্সিলর আবদুস সালাম মাসুম, গাজী শফিউল আজিম, কর কর্মকর্তা নুরুল আলম, উপ-কর কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী ও সাইফুল আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

চসিক মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর