মেট্রোরেল চলাচলে সময় বাড়ল দুই ঘণ্টা
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ১৩:৩৩
৫ এপ্রিল ২০২৩ ১৩:৩৩
ঢাকা: মেট্রোরেল চলাচলের সময়সীমা দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) থেকে সকাল ৮টা থেকে দুপুর বারোটার পরিবর্তে বেলা দুইটা পর্যন্ত চলবে। গত ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে সকাল ৮ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলাচল করে আসছিল।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন এই সূচির কথা জানিয়েছিলেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। আজ থেকে এই সূচি কার্যকর হচ্ছে।
এমআরটি লাইন- ৬ এর আওতায় উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেল পথের পৌনে ১২ কিলোমিটারের কাজ শেষে গত ২৮ ডিসেম্বর এর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। এর একদিন পরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেলপথে যাত্রী চলাচল শুরু হয়।
সারাবাংলা/জেআর/আইই