Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ১১:০৭

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আবু মুসা ছোটনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পলাশ মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আবু মুসা ছোটন উপজেলার শ্রুতিধর হাজির স্কুল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতারের পর পলাশ মিয়াসহ কয়েকজন ছোটনকে স্থানীয় শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেকে আনেন। সেখানে আলাপচারিতার একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে পলাশসহ দুর্বৃত্তরা ছোটনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। ছোটনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তিনি মারা যান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় পলাশ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি পরে তদন্ত করে বলা যাবে।

সারাবাংলা/ইআ

কুপিয়ে হত্যা সাবেক ছাত্রলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর