Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কাছে সিএজির ৪৭টি অডিট রিপোর্ট হস্তান্তর

সারাবাংলা ডেস্ক
৪ এপ্রিল ২০২৩ ২৩:৪১

ঢাকা: বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর মূল্যায়নের জন্য ৪৭টি অডিট রিপোর্ট হস্তান্তর করেন। এই রিপোর্টগুলো সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন বলেন, ‘প্রতিবেদনের মধ্যে দুটি আর্থিক অডিট রিপোর্ট, একটি পারফরম্যান্স অডিট রিপোর্ট, ৪৩টি কম্প্লায়েন্স অডিট রিপোর্ট ও একটি অডিটেড অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট রিপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।’

সারাবাংলা/এনআর/পিটিএম

অডিট রিপোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর