Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধে যুবক‌কে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ২৩:০৬

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে মাহাবুব নামে এক যুবক কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরও দু’জন আহত হন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার সিংড়াটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহাবুব ওই গ্রামের হানিফার ছেলে।

জানা যায়, হাসমত ও মাহাবুবের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। আজ দুপুরে জমিসংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় তিন জন আহত হন। পরে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করে। অন্য দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে হত্যা যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর