Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারের ক্ষয়ক্ষতি জানতে ডিএসসিসি ৮ সদস্যের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ২০:৩৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ২২:০৯

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আট সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের সই করা এক আদেশে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসন ৫ এর কাউন্সিলর, ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা, ঢাকা জেলার প্রশাসকের প্রতিনিধি, এবং ডিএসসিসির পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টায় আগুন লাগে। এতে বঙ্গবাজার মার্কেটসহ আশেপাশের মার্কেট পুড়ে গেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ হাজার ব্যবসায়ী।

ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সারাবাংলা/আরএফ/পিটিএম

কমিটি ক্ষয়ক্ষতি টপ নিউজ ডিএসইসি নিরূপণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর