Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, ১০ বার নোটিশ দিয়েছিলাম’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৬:১৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১৭:৪৩

ঢাকা: ২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজার মার্কেটকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এময় তিনি আরও বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণার পর ১০ বার নোটিশ দেওয়া হয়েছিলো। তারপরও ব্যবসায়ীরা কোনো রকম ব্যবস্থা না নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দফতরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ডিজি বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানী বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাটির তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল এই ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ আমরা বলেছিলাম, আমরা ঘোষণা করেছিলাম এবং আমরা ব্যানারও দিয়েছিলাম। আপনারা মিডিয়া প্রতিনিধিরা অবশ্যই জানেন, এরকম ব্যানার আমরা টাঙিয়েছি, আপনারা দেখেছেন। এরপরে দশবার নোটিশ দিয়েছি যে এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস বা আমার করণীয় যা যা ছিল তা করেছি। তারপরও এখানে ব্যবসা চলছিল।

তবে দশবার নোটিশ দিলেও বিষয়টি নিয়ে ভূমিকা নেওয়ার কথা ছিল সিটি করপোরেশন বা রাজউকের। তাদের অবহেলার কারণে কী ঘটনা ঘটেছে? এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, এ প্রশ্নটার উত্তর আমার কাছে নেই। এই প্রশ্নটা যে সংস্থার নাম আপনি উচ্চারণ করবেন, তাকে জিজ্ঞাসা করাটা ব্যাটার (ভালো)।

আগুন নির্বাপণের পরে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।।

বিজ্ঞাপন

এ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে, আমি বলছি আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন আর ছড়াবে না। কিন্তু নির্বাপণ করতে আমার আর একটু সময় লাগবে।

এদিন অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবাংলা/এসবি/ এনইউ

আগুন টপ নিউজ বঙ্গবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর