Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের ধাক্কায় ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৬:০৭

নরসিংদী: ঘোড়াশালে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. খোরশেদ আলম (৪৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনে চামরাব এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের-৭ নম্বর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী এবং এই বিদ্যুৎ কেন্দ্রের মাধবী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে বের হন খোরশেদ আলম। পরে সকাল ৯টায় ঘোড়াশাল চামরাব এলাকার রেলক্রসিংয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল আসার খবরে বাঁশ দিয়ে রেলক্রসংটি আটকানো ছিলো। এরপরও খোরশেদ আলম সেটির নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেলওয়ে পুলিশ আসার আগেই মরদেহটি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত খোরশেদ আলমের পরিবারের আবেদনে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

উপ-সহকারী প্রকৌশলী ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর