বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের ৫ কর্মীসহ ১২ জন হাসপাতালে
৪ এপ্রিল ২০২৩ ১৪:২০ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১৬:৩১
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট ১২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ারম্যান মেহেদী হাসান (২৩) ধোঁয়ায় অসুস্থ হয়েছেন। আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫), রবিউল ইসলাম অন্তর (২৫) সদর দফতরে উত্তেজিত জনতার ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বাবুল চক্রবর্তী (৫৯) উত্তেজিত জনতার কিল-ঘুষিতে আহত হয়েছেন। ফায়ারকর্মী দিদারুল হক (৩৪) ঘটনাস্থলে আগুন নেভানোর সময় মাথায় ভারি কিছু পড়ে আহত হয়েছেন।
এছাড়া দোকান মালিক শাহিন (৪৫) নিলয় (২৩) রিপন (৪০) ও রুবেল (৩২), দুলাল মিয়া (৬১), সোহেল (৪৮), সুমন (৩৫) ধোয়ায় আহত হয়েছেন। তাদের মধ্য চার জন ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রবিউল ইসলাম অন্তর জানান, তিনি ফায়ার সার্ভিসের মিডিয়া সেলে কর্মরত। তার সঙ্গে ছিলেন আতিকুর রহমান রাজন। সদরদফতরে ইটপাটকেল মারা হলে ইটের আঘাতে তারা দু’জন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য ও সাত দোকান মালিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যদের ইটের আঘাতে আহত হয়েছে এবং এক সদস্য আগুনের ধোয়ায় অসুস্থ হয়েছে। তাকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া ধোঁয়ায় অসুস্থ চার দোকান মালিককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও