Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারে আগুন: সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৩:৩৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১৪:২০

ঢাকা: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুনের ঘটনায় সার্বক্ষণিক খোঁজখবরের পাশাপাশি সমন্বয়ও করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুনের সুত্রপাত হয়। কিন্তু সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়েও নিয়ন্ত্রণে আসেনি। এরইমধ্যে বঙ্গবাজারে থাকা অন্তত ৫টি মার্কেট পুড়ে ভস্মীভূত হয়েছে।

এ ছাড়া এরইমধ্যে বঙ্গবাজারে লাগা এই আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দফতরের ব্যারাকে। এর কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট এবং তাদের সহযোগীতা করছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসারসহ সরকারি বেশ কয়েকটি সংস্থা।

সারাবাংলা/এনআর/ইআ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর