এখন আমরা ঋণের টাকা কিভাবে দেব?
৪ এপ্রিল ২০২৩ ১২:২৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১৩:২৯
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী। কান্নায় ভেঙে পড়েছেন মা মমতাজ বেগম। পাশে দাঁড়ানো মেয়ে রিনা বেগম মাকে মাঝেমধ্যে সান্ত্বনা দিচ্ছেন। কারণ বঙ্গ মার্কেটে ছেলে আনোয়ার হোসেন বাবুর দোকানের সব পুড়ে ছাই।
ছয় লাখ টাকা ঋণ নিয়ে মাল তুলছিলেন আনোয়ার হোসেন বাবু। কিন্তু আগুনে পুড়ে গেছে সব।
এই প্রতিবেদককে ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবুর মা মমতাজ বেগম বলেন, এখন ঋণের টাকা আমরা কিভাবে দেব? কিভাবে চলবে আমাদের দিন? এখন আমরা কী করব? কিভাবে ঋণের টাকা দেব? সরকার কি আমাদের পাশে দাঁড়াবে?
মঙ্গলবার (৪ এপ্রিল) এনেক্স ভবনের সামনে দাঁড়িয়ে এই তিনি এসব কথা বলেন। কথা বলার সময় মমতাজ বেগম প্রায়ই কান্নায় ভেঙে পড়ছিলেন। বুক চাপড়াচ্ছিলেন।
দোকানদার আনোয়ার হোসেন বাবুর বোন রিনা বেগম বলেন, ঋণ করেই তো ব্যবসার মাল উঠায়। সাড়ে তিন লাখ টাকা লাভের উপরে আনছে। ঋণের উপরেই তো ব্যবসার টাকা। ঈদের জন্যে মাল উঠাইছিল। এখন তো সব শেষ।
সারাবাংলা/ইএইচটি/আইই