Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসুক জনতার ভিড়, নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১১:৪৯

ঢাকা: বঙ্গবাজারে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রায় সাড়ে ৪টায় ঘণ্টা পার হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে বেশ হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় মোট ৫০টি ইউনিট।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেঁয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের ৪ দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সারাবাংলা/এআই/এমও

জনতার ভিড় বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর