আগুন নিয়ন্ত্রণে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার
স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১১:৩৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১২:৩১
৪ এপ্রিল ২০২৩ ১১:৩৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১২:৩১
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে হাতিরঝিল থেকে হেলিকপ্টারে পানি নিচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার। হাতিরঝিল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টার পর থেকে হাতিরঝিল থেকে পানি নিয়ে আগুন নেভাতে ওপর থেকে পানি নিক্ষেপ শুরু করেছে বিমান বাহিনীর হেলিকপ্টার।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভোগান্তিতে পড়ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের কাজে সহযোগিতা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুনের সুত্রপসত হয় রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। আর সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
সারাবাংলা/জিএস/ইআ