সব পুড়ে শেষ— আগুনে ক্ষতিগ্রস্ত অন্তত ৭ মার্কেট
৪ এপ্রিল ২০২৩ ১১:৩২ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১৪:০৫
ঢাকা: বঙ্গবাজারের কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। সব পুড়ে শেষ হয়ে গেছে। আগুন লাগার পর এসি বিস্ফোরণের কারণে এতো ভয়াবহতা— কথাগুলো বলছিলেন বঙ্গ মার্কেটের এক দোকানী রবিন।
মঙ্গলবার (৪ এপ্রিল) অ্যানেক্স টাওয়ারের সামনে কথা হলে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, বঙ্গবাজারের আশেপাশের অন্তত ৭টি মার্কেট আগুনে পুড়ে গেছে। এখনও আগুন জ্বলছে অ্যানেক্স মার্কেটে।
অ্যানেক্স টাওয়ারের নিচ তলায় দোকান রয়েছে বিল্লালের। তিনি বলেন, ‘শুধু নিচতলার মালামাল বের করা সম্ভব হয়েছে। অন্য তলার মালামাল বের করা যায়নি। সব পুড়ে ছাড়খাড়।’
অ্যানেক্স ৬ তলায় ব্যবসায়িক অফিসে কাজ করেন মীর হোসেন। তিনি বলেন, ‘ভয়াবহ আগুন। বঙ্গবাজার পুড়ে ছাই। এই ভবনের ওপরের তলার কিছু বের করা সম্ভব হয়নি।’
প্রতক্ষ্যদর্শীরা জানান, আগুনে বঙ্গবাজার, আদর্শ, গুলিস্তান, মহানগর, বঙ্গ ইসলামিয়া, বরিশাল প্লাজা সবগুলো মার্কেট আগুনে পুড়ে গেছে। অ্যানেক্সসহ ৮টি মার্কেটে আগুন লেগেছে।
বঙ্গবাজারের ব্যবসায়ী মো. রবিন বলেন, ‘মার্কেটের কিছু বের করতে পারিনি। এসে দেখি সব শেষ।’
সারাবাংলা/ইএইচটি/এমও