Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ সম্বল সরিয়ে নিতে ব্যস্ত ব্যবসায়ীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১১:১৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১২:৩১

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনে দাউ দাউ করে জ্বলছে আর একের পর এক মার্কেট পুড়ে ভস্মীভূত হচ্ছে। এই আগুন যে পুরো এলাকার সব মার্কেট পোড়ানোর নিভে যাবে তা ব্যবসায়ীরা আঁচ করতে পেরেছেন। তাই যে অংশে এখনও আগুন আসেনি সেসব অংশের নিজেদের দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন। যেহেতু এই মার্কেটটি পাইকারি তাই বেশিরভাগ কাপড় বস্তা করা থাকে গুদামে। পাইকারি ব্যবসায়ীরা সেইসব বস্তা বের করে রক্ষা করছেন শেষ সম্বল।

বিজ্ঞাপন

সেলিম পাইকারি টি-শার্ট বিক্রেতা। তিনি সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ছুটে আসেন মার্কেটে। এসে দেখতে পান তার দোকানের অংশে এখনও আগুন লাগেনি, তাই তিনি আগুন আসার আগেই নিজের গুদামে রাখা টি-শার্টের বস্তা সরিয়ে নিচ্ছেন। এর বেশি তিনি কথা বলতে রাজি ছিলেন না। এরপরও তিনি বলেন, ‘এই মার্কেটে ১৪/১৫ হাজার দোকান রয়েছে, যার অন্তত ৫ হাজার দোকান বড় রয়েছে। সবাই আজ পথের ফকির হয়ে গেল। ঈদের আগে ব্যবসায়ীরা সবাই বেশি বেশি কাপড় তুলেছিলেন।’

বিজ্ঞাপন

স্বরণকালের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা। বিমানবাহিনীর হেলিকপ্টার ওপর থেকে ছেটাচ্ছে পানি।

সেলিমের মতো আরও শত শত ব্যবসায়ী মালামাল সরিয়ে নিচ্ছেন। শেষ সম্বল রক্ষা করতে পেরে অনেকে আবার কিছুটা হলেও তৃপ্তিও বোধ করছেন। তবে ঈদের আগে এরকম আগুনের ঘটনায় তারা নিস্ব এটিও বলছেন।

এদিকে সাধারণ মানুষের ভীড়ে ফায়ার সার্ভিসের কাজে ব্যহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মোবাইলে ভিডিও ধারণ আর উৎসুক জনতার ভীড়ে কাজ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আশেপাশের মসজিদের মাইকে বারবার বলেও উৎসুক জনতাকে সরানো যাচ্ছে না।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুনের সুত্রপসত হয় রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। আর সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সর্বশেষ, ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

সারাবাংলা/ইউজে/ইআ

বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর