‘আমার সব শ্যাষ ভাই’
৪ এপ্রিল ২০২৩ ১০:৫৩ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১২:৩১
ঢাকা: কোটি কোটি টাকার মাল পুড়ে ভষ্ম হয়ে গেছে শত শত ব্যবসায়ীর। তাদের কান্নায় ভাড়ী হয়ে উঠেছে বঙ্গবাজার এলাকা। ব্যবসায়ীদের আর্তনাদে সান্তনা দিতে এসে বন্ধু, স্বজন, পরিবার পরিজনও কান্নায় ভেঙে পড়ছেন।
বঙ্গবাজারে ২৫টা দোকানে কাপড় সরবরাহ করতেন কাজল আক্তার ময়না। নিজেরও ছিল ‘রাব্বি বস্ত্র বিতান’ নামে একটি দোকান। ইতোমধ্যে সে দোকানও পুড়ে ছাই হয়ে গেছে।
রাস্তায় বুক চাপড়ে ময়না কান্না করছেন আর বলছেন, ‘আমার সব সব শ্যাষ ভাই, আমার সব শ্যাষ। আমি আমার ছেলে মেয়েদের সময় দিতে পারি না, যত্ন করতে পারি না, এই ব্যবসা নিয়ে পড়ে থাকি। ঋণ করে ব্যবসা চালাই। আমার সব শ্যাষ ভাই।
তিনি বলেন, ‘সকাল ৬টায় আগুন লাগছে, এখনও নিভাতে পারল না। আমাদের বাঁচানোর কেউ নাই। আমাদের সব শেষ ভাই। আমার কোটি কোটি টাকার মালপত্র পুড়ে গেছে ভাই। আমার সব শেষ।’
তার পাশেই আর্তনাদ করছিলেন আদর্শ মার্কেটের ব্যবসায়ী মো. আব্দুল মান্নান। করোনার লকডাউনে ৫০ লাখ টাকার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আগুনে সব কেড়ে নিয়েছে আব্দুল মান্নানের। ঈদ সামনে রেখে দোকানে ভরপুর মাল তুলেছিলেন তিনি। ক্যাশে ছিল নগদ চার লাখ টাকা। সাব শেষ।
পাগলপ্রায় আব্দুল মান্নানকে শান্তনা দিতে এসে কান্নায় ভেঙে পড়েন বন্ধু শহিদুল। এ প্রতিবেদককে আব্দুল মান্নান বলেন, ‘পার্টি পত্তর (সম্ভাবত খুচরা বিক্রেতা শ্রেণি, যারা তার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে) আমারে খুব বিশ্বাস করে ভাই। কারও কাছে কোনো হিসাব নাই। সব হিসাব আমার খাতাপত্রে। সেগুলো পুড়ে গেছে ভাই। লোন নিয়ে ব্যবসা করি। আমার তো সব শেষ হয়ে গেল ভাই। আমার সব শেষ হয় গেল।’
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সারাবাংলা/এজেড/ইআ