Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের মার্কেটেও

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১০:৩৫ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১০:৩৮

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুনে পাশ্ববর্তী বেশ কয়েকটি মার্কেটেও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন অনেকগুলো মার্কেটের পাশাপাশি আশপাশের আরও কয়েকটি মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মহানগর মার্কেট, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট, বঙ্গবাজার মার্কেট ছাড়াও পাশ্ববর্তী অ্যানেক্স টাওয়ার ও ইসলামিয়া মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান-মালিক সমিতির দফতর সম্পাদক বিএম হাবিব সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অধিকাংশ দোকানপাট পুড়ে গেছে। এছাড়া আগুন পাশের অ্যানেক্স টাওয়ার ও ইসলামিয়া মার্কেটেও ছড়িয়ে পড়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আস্তে আস্তে দোকান ও মার্কেটের ভেতরে ছড়িয়ে পড়ছে আগুন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সারাবাংলা/জিএস/ইআ

টপ নিউজ বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর