বঙ্গবাজারে আগুন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণে ৫০টি ইউনিট
৪ এপ্রিল ২০২৩ ০৯:১৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১০:২৩
ঢাকা: আশেপাশের আরও ৪টি মার্কেটে ছড়িয়ে পড়েছে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকালে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। এরপর একে একে আরও ৪৯টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সারাবাংলা/এমও