Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা থেকে শ্রীলংকার নাগরিকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ০০:০৫

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এইচ টি সুজিওয়া নায়নালোকা (৫৪) নামের শ্রীলংকার এক নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১৩/এ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, উত্তরার ওই বাসায় ২০২২ সালের আগস্ট মাস থেকে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। কিছুদিন আগে তার স্ত্রী কানাডায় বেড়াতে যায়। গত ১৫ মার্চ তার বন্ধু আশানকা সানজিওয়া হেরাথ বেড়াতে আসে।

এসআই আরও উল্লেখ করেন, আজ বেলা ১১টার দিকে মৃতের বন্ধু রুমের দরজা নক করেন। কিন্তু কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি নিজের রুমে চলে যান। বেলা ১২টার দিকে ফের দরজা নক করেন। কিন্তু তখনও কোনো সাড়া শব্দ পান না। পরে লক খুলে রুমের ভেতর গিয়ে দেখেন সুজিওয়া মেঝেতে পড়ে আছেন। তখন বাসার গার্ডকে খবর দেন তিনি। পরে থানায় জানানো হয়।

এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অসুস্থজনিত কারণে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

মৃতদেহ শ্রীলংকার নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর