পদ্মা রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
৩ এপ্রিল ২০২৩ ২৩:৩০
ঢাকা: স্বপ্নের পদ্মাসেতুতে সড়কের এবার চালু হতে যাচ্ছে রেল চলাচল। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথে মঙ্গলবার ( ৪ এপ্রিল) পরীক্ষামূলক রেল চলবে। আর এদিন দুপুরে কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এর উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এরই মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটারের পাথরবিহীন রেলপথের কাজ শেষ হয়েছে। ফলে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত পদ্মা রেল সংযোগ সেতু। আর জুনে শুরু হচ্ছে যাত্রী নিয়ে চলাচল।
দেশের অবকাঠামো খাতের অন্যতম বড় প্রকল্প পদ্মা রেল সংযোগ সেতু প্রকল্প। ঢাকা থেতে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হচ্ছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। যা পদ্মা সেতুর চেয়ে প্রায় আট হাজার কোটি টাকা বেশি।
গত বছরের ২৫ জুন জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মাসেতু। এর একদিন পর ২৬ জুন গণপরিবহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মাসেতু। সেতু দিয়ে সড়ক ও রেল একসঙ্গে চলাচলের কথা থাকলেও রেল লাইন বসাতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। এরপর গত বছরের ২০ আগস্ট পদ্মা সেতুতে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে বিভিন্ন জটিলতায় পুরোদমে কাজ শুরু হয় গত বছরের নভেম্বর মাসে।
টানা পাঁচ মাস শেষে কাজের সমাপ্ত হলে পরীক্ষামূলক রেল চলাচল শুরু করা হচ্ছে। মঙ্গলবার রেলপথমন্ত্রী নিজে যাত্রী হয়ে পরীক্ষামূলক ট্রেনে পাড়ি দেবেন পদ্মা সেতু।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘মাওয়া থেকে ভাঙা অংশের কাজ শেষ হলেও ঢাকা থেকে মাওয়া অংশের কাজ শেষ হতে আরো কিছুটা সময় লাগবে। এখন যতটুকু কাজ শেষ হয়েছে, সেখানে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হবে। সেখানে চলবে বিশেষ ট্রেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পদ্মাসেতুর ওপর দিয়ে ট্রেন পরিচালনা করা হবে।’
জানা গেছে, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় চায়না থেকে কেনা নতুন ৭টি বগি এবং সম্প্রতি আমেরিকা থেকে কেনা নতুন ইঞ্জিনের সমন্বয়ে গঠিত বিশেষ ট্রেন দিয়ে শুরু হবে পদ্মা সেতুর ওপর ট্রেনের ট্রায়াল। এরইমধ্যে বিশেষ ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করেছে।
সারাবাংলা/জেআর/একে