Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাগের মাথায় বন্ধুকে গলা টিপে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ২৩:২৫

মুন্সীগঞ্জ: জেলা সদরের মিরকাদিমে রাগের মাথায় গলা টিপে বন্ধুকে হত্যা করেছে এক কিশোর। হত্যার শিকার ওই ছেলের নাম মো. সিফাত মিয়া (১৬)।

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে পৌরসভার রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

একই এলাকার বন্ধু মো. সোহান (১৬) তাকে গলাটিপে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের। বন্ধু সোহান তিলারদিচর এলাকার মো. সোহেলের ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করে।

নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, ইফতারের পর দুই বন্ধু সিফাত ও সোহান একসঙ্গে ঘোরাঘুরি করছিল বাড়ির বাইরে। রাতে তিলারদিচর জামে মসজিদসংলগ্ন বাশের সাঁকোতে ওঠে দু’জন। এ সময় সিফাত ধাক্কা দেয় বন্ধু সোহানকে। এতে ক্ষিপ্ত হয়ে সোহান গলাটিপে ধরে সিফাতের। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে সিফাত। খবর পেয়ে মামাতো ভাই সাঈদসহ স্থানীয়রা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ কালাম প্রধান বলেন, ‘রাত সোয়া ৮ টার দিকে সিফাত নামে ওই কিশোরকে আনা হয়। আনার আগেই সে মারা গিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সদর হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, ‘দুই কিশোরের মধ্যে সামান্য ঘটনা নিয়ে এ মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

গলা টিপে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর