Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি ছোট মনিরের বিরুদ্ধে আ. লীগ নেতাকে হত্যার হুমকির অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ১৯:৫৯

ঢাকা: টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সমম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ১৪ মার্চ ঘাটাইল (পোড়াবাড়ী)- শালিয়াজানী- গোপালপুর-সরিষাবাড়ী (জগন্নাথগঞ্জ) জেলা মহাসড়ক (জেড-৪০১৭) রাস্তা ভিডিও কনভারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি নামফলক স্থাপন করা হয়। কয়েকমাস যাওয়ার পর সংসদ সদস্য ছোট মনির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলকটি ভেঙে নিজের (ছোট মনির) নামে নতুন একটি নামফলক বসান। ছোট মনিরের এই ধৃষ্টতার প্রতিবাদ করার কারণে তার ‘সন্ত্রাসী বাহিনী’ আমাকে বিভিন্ন সময় হত্যা ও গুমের হুমকি দিয়েছে।

আমিনুল ইসলাম আমিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হই। ভুয়াপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ইব্রাহিম খাঁ কলেজ ছাত্রসংসদের নির্বাচিত জি এস, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করি। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমান ভূয়াপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদে থেকে তৃণমূল আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করে যাচ্ছি। বর্তমানে নিজ দলের সংসদ সদস্য ছোট মনির এবং তার সন্ত্রাসী বাহিনীর প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে পরিবার পরিজনসহ আতঙ্কে দিনানিপাত করছি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

গত ৩ মার্চ ছোট মনিরের নির্দেশে ভুয়াপুর থানায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে দাবি করেন তিনি। এ ছাড়া তিনি অভিযোগ করেন, গোবিন্দাসী ঘাটে তার বৈধ বালুঘাট যেখানে দুইশ পরিবারের কর্মসংস্থান ছিল। তা ছোট মনিরে ‘সন্ত্রাসী বাহিনী’ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন আমিনুল ইসলাম আমিন।

আপনাকে কেন হুমকি দেয় জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট মনির ও তার সন্ত্রাসী বাহিনীর অপকর্মের প্রতিবাদ করায় তারা আমার ওপর ক্ষুব্ধ।’

হত্যা ও গুমের হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু আমি না, ছোট মনিরের ভয়ে কেউ থানায় যেতে চায় না। তার বিরুদ্ধে অনেকেই বলতে চায়, কিন্তু ভয়ে বলে না।’ আজকে সংবাদ সম্মেলন করায় নিজের প্রাননাশ ও পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে এমপি ছোট মনির বলেন, ‘অভিযোগকারী কিছুটা মানসিকভাবে অসুস্থ। আমার বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকির অভিযোগ আনা হয়েছে, সেটির প্রমাণ দিতে।’

তিনি বলেন, ‘সে আমারই লোক ছিল। তাকে চালিয়েছি। দল থেকে মনোনয়ন না পেয়ে দুইবার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছে। দুইবার বহিষ্কৃত হয়েছে। তাকে নির্বাচন করতে মানা করেছিলাম। হেরেছে, হারার পর সে উল্টাপাল্টা বলছে।’

তিনি বলেন, ‘আমিনকে টাকা দিলে যে কারও বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে পারে। জাতীয় নির্বাচনের আর কয়েক মাস বাকি, স্বার্থান্বেষী মহল সুনাম ক্ষুণ্ন করতে কাজ করছে।’

আমিনকে কেউ টাকা দিয়ে এগুলো করাচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

এমপি ছোট মনির সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর