Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি ব্লগারের কাছে ভিক্ষা চেয়ে সেই কালুকে গুনতে হলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ১৯:১১

ঢাকা : রাজধানীর কারওয়ানবাজার এলাকায় লিউক ডামান্ত নামে এক অস্ট্রেলিয়ান ব্লগারের কাছে ভিক্ষা চাওয়া তাকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক আব্দুল কালুকে ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অনাদায়ে তাকে একদিনের কারাভাগ করতে হবে।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার কালুকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে আদালত তাকে ২০০ টাকা অর্থদণ্ডের বিনিময়ে মুক্তির আদেশ দেন। সিএমএম আদালতের হাজত খানার ইনচার্জ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি হোটেল থেকে বের হয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ব্লগ করছিলেন লিউক ডামান্তা। সে সময় অনেকটি সাবলীল ইংরেজিতে তাকে স্বাগত জানান আব্দুল কালু।

তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় ডামান্তার সঙ্গে কথা বলতে থাকেন আব্দুল কালু। পরে দুটি ডিম কেকে খাওয়ার পর লুক ওই দোকানিকে ৫০০ টাকার নোট দিয়ে পুরোটা রেখে দিতে বলেন। কিন্তু ডিম কেকের দোকানি ইংরেজি না বোঝায় কালু তাকে বলে ৫০০ টাকার মধ্যে ২৫০ টাকা রেখে বাকি ২৫০ টাকা আমাকে দিয়ে দিতে বলেছে বিদেশি নাগরিক। পরে ২৫০ টাকা নিয়ে নেন কালু। টাকা নিয়েও ক্ষান্ত হয়ননি কালু। সে লিউকের পেছন পেছনে চলতে থাকেন এবং তাকে উত্ত্যক্ত করা শুরু করেন। সেখানেও ৫০০ টাকা ভিক্ষা চান আব্দুল কালু।

শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে লিউক ডামান্ত মোবাইলে কল করার অভিনয় করে তার কাছ থেকে রেহাই পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

কালু জরিমানা টপ নিউজ বিদেশি ব্লগার

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর