Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি করপোরেশনের ভেতর প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু কাল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ১৮:৫৫

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে। ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। এই ধাপে সিটি করপোরেশনের ভেতরে অথবা আন্তঃসিটি করপোরেশন বদলি হওয়া যাবে।

সোমবার (৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের অন্যত্র থেকে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশন অনলাইন বদলি কার্যক্রম চলমান থাকবে।

বদলিতে আগ্রহীদের কখন কী করতে হবে

আগামী ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ৭ থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন এবং ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১১ থেকে ১২ এপ্রিল মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

যেসব নির্দেশনা মানতে হবে

ক. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে, কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বর জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

বিজ্ঞাপন

গ. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাই করে পাঠানোর পর তা পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়। সেজন্য কোনোরকম হস্তক্ষেপের সুযোগ নেই।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ প্রাথমিক বিদ্যালয় শিক্ষা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর