Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী-সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২১ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ১৫:৪১ | আপডেট: ৩ এপ্রিল ২০২৩ ১৫:৪৪

ঢাকা: রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সোমবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে এবং মনোনয়নপত্র যাচাই বাচাই ২৫ মে বৃহস্পতিবার।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বর্তমান নির্বাচন কমিশনের ১৭ তম কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে সাংবাদিক বিষয়টি অবহিত করেন।

প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অপর চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আগামী ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

উভয় সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো থাকবে। এছাড়াও নির্বাচন কমিশনের তথ্যটি হালনাগাদ রাখার লক্ষ্যে ইসির ট্যাব ব্যবহার করে প্রতি ২ঘন্টা অন্তর অন্তর হালনাগাদ তথ্য সংগ্রহ করার কাজ অব্যাহত রাখা হবে।

ইসি সচিব বলেন, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। মনোনয়নপত্র যাচাই বাচাই ২৫ মে বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের হবে ২৬ থেকে ২৮ শে মে। এছাড়াও আপিল নিস্পত্তি ২৯ থেকে ৩১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ জুন এবং নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২১ জুন।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রাজশাহী সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এইক্ষেত্রে তাদের সহযোগিতা করার প্রতি তিনটি সাধারণ ওয়ার্ড এবং একটি সংরক্ষিত আসনের জন্য একজন করে সহকারি রিটার্নিং অফিসার থাকবেন। পরবর্তীতে আশেপাশেজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মধ্যে থেকে নির্বাচিত করা হবে।

সারাবাংলা/জিএস/ এনইউ

নির্বাচন রাজশাহী সিটি করপোরেশন

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর