সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট: ইসি সচিব
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ১৩:০১ | আপডেট: ৩ এপ্রিল ২০২৩ ১৩:১৩
৩ এপ্রিল ২০২৩ ১৩:০১ | আপডেট: ৩ এপ্রিল ২০২৩ ১৩:১৩
ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই স্বচ্ছ ব্যালট ব্যাপারে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে ইসির কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের আরও জানান, আগামী ২৫ মে গাজীপুর সিটি, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপর ৪ কমিশনার উপস্থিত ছিলেন। এসময় ৫ সিটি করপোরেশন নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।
সারাবাংলা/জিএস/এমও