Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর সড়কে প্রাণ গেল সাইকেল আরোহীর

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ১১:১১

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় রিপন (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। সোমবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে বাসাবো মেইনরোড দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সবুজ। এ সময় অজ্ঞাত কোনো এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, রিপন কমলাপুর এলাকায় যানবাহন ধোয়ার কাজ করতেন। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। এ ছাড়া যানবাহনটি সনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

বাইসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর