Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তি ঢামেকে মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৩ ২১:৪৪

ঢাকা: রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় মোটরসাইকেল ধাক্কায় আহত সবুর খান (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল চালক রেজাউল করিম জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে নাবিস্কো বিস্কুট কারখানার সামনে এলে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে মাথার পেছনে আঘাত পান। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর শাহরিয়া জানান, দুর্ঘটনার পর ওই মোটরসাইকেল চালকই আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালককে হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, স্বামীর দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে যান সবুর খানের স্ত্রী তাসলিমা খান। তিনি জানান, তাদের বাড়ি বরিশাল জেলার নতুন এয়ারপোর্ট মশুরিয়া এলাকায়। বর্তমানে রাজধানীর মগবাজার এলাকার নয়াটোলা চেয়ারম্যান গলিতে একটি বাসায় ভাড়া থাকেন। এক ছেলের জনক তিনি।

তাসলিমা আরও জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন তার স্বামী। সপ্তাহ খানেক আগে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এতে বেকার হয়ে পড়েন তিনি। সপ্তাহ খানেক বাসায় থেকে আজ সকালে কাজ খোঁজে বের হয়েছিলেন। সিকিউরিটি গার্ডের চাকরি নেওয়ার কথা বলছিলেন তিনি। দুপুর পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তখন ছেলে রেজোয়ান নাইম বাবার ছবি হাতে খুঁজতে বের হন।

বিজ্ঞাপন

খুঁজতে খুঁজতে নাখালপাড়া এলাকায় এসে শুনতে পারেন, সকালে সেখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাকে স্থানীয় ইমপালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওই হাসপাতালে গিয়ে বাবার ছবি দেখিয়ে তিনি নিশ্চিত হন। পরে ঢাকা মেডিকেলে এসে তার বাবাকে আহত অবস্থায় দেখতে পান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সবুর খানের মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর