Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্তমান প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৩ ২২:১৫

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের যাত্রায় বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।

শনিবার (১ এপ্রিল) সাঁথিয়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ‌্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট‌্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জনশুমারি ও গৃহগণনা-২০২৩ প্রকল্পে ব‌্যবহৃত ট‌্যাবগুলো উপহার হিসেবে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ দ্রুতই আঞ্চলিক নেতৃত্ব দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এ দেশ বহু আগেই উন্নত হয়ে যেত।’

শামসুল হক টুকু বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণের লক্ষ‌্যে আজ শিক্ষার্থীদের আধুনিক সব সুযোগ-সুবিধা দিয়ে তথ‌্য, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আর এরাই আগামীর উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে, ২১০০ সালের ডেল্টা প্রকল্প প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।’

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম‌্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা এবং উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, সাঁথিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ডেপুটি স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর