Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুদের কাঙাল অনেক ষড়যন্ত্র করেও সফল হননি’

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৩ ২২:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘একজন সুদের কাঙাল যিনি বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন কিন্তু সফল হননি। তিনি যেভাবেই হোক নোবেল পেয়েছেন, এ জন্য তিনি সম্মান পেতে পারেন। তবে তিনি যদি ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচার করেন তাহলে কিছুতেই সহ্য করতে পারি না।’

শনিবার (১ এপ্রিল) সকালে নগরীর জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকার ছাড়া অন্যরা ভোগ ও দখলদারিত্ব ছাড়া কিছু দিতে পারেনি দাবি করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫২ বছর। এর মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মাত্র ২২ বছর। বাকি ৩২ বছর যারা ক্ষমতায় ছিল তারা কী দিয়েছে সেটি খুঁজতে গেলে কিছুই পাওয়ার নেই। পাবার মধ্যে আছে দুনীর্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন, রাজাকারদের মন্ত্রী বানিয়ে তাদের বাড়িতে গাড়িতে বাংলাদেশের পতাকা ঝুলানো, হত্যা ও ক্যূ’র মাধ্যমে ক্ষমতা দখল।’

‘পাবার মধ্যে ক্যান্টনম্যান্টে রাজনৈতিক দল বানিয়ে দেশে ধারাবাহিক লুটপাট, স্বাধীনতা বিরোধী শক্তিদের পুর্নবাসন, জঙ্গিবাদের উত্থানসহ নানারকম অপকর্মের দীর্ঘ তালিকা ছাড়া আর কিছুই তো নেই। তারা যদি অহঙ্কার করে তারা জাতিকে কিছু দিয়েছেন, তাহলে সেটা মিথ্যা। ভোগ ও দখলদারিত্ব ছাড়া জাতিকে তারা কিছুই দিতে পারেনি।’

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মন্তব্য করে আ জ ম নাছির বলেন, ‘আমরা কল্পনাও করতে পারিনি পদ্মার ওপর সেতু হবে, মেট্রোরেল হবে, এমনকি কর্ণফুলীর তলদেশ দিয়ে সুড়ঙ্গ হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে তখন দেশের উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমরা যে স্বপ্ন দেখতে সাহস করি না নেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন নিজেও দেখেন এবং বাস্তবায়ন করে দেখান।’

বিজ্ঞাপন

‘এজন্যই বাংলাদেশ আজ একটি গরিব দেশ থেকে স্বল্পোন্নত দেশে উত্তীর্ণ হয়ে উন্নত দেশের মর্যাদা পাবার পথে এগিয়ে যাচ্ছে। এটা অনেকের সহ্য হয় না। আজ দেশে প্রায় ১০০টি অর্থনৈতিক জোন তৈরি হবার পথে। বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে হু হু করে বাংলাদেশে আসতে আগ্রহী। এতবড় অর্জন বিশ্বে আর কোথাও আছে কী? ‘

বিএনপি জনগণের ভাষা বোঝে না মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘ক্ষমতায় যাওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া ও সহজ সরল রাস্তাটি রয়েছে, বিএনপি-জামাত সেই পথে না গিয়ে উল্টো পথে চলা শুরু করেছে। কেননা তারা জনগণের প্রতি আস্থা ও ভরসাহীন। বিএনপির জন্ম বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করার পর ক্যান্টনমেন্টে। তাই জনগণের ভাষা তারা বোঝে না।’

‘তারা চাই জনগণকে জিম্মি করে রাষ্ট্রীয় সম্পদ লুট করতে। তাই জনগণের কল্যাণে তারা কখনো রাজনীতি করে না বা করেও নি। তারা তিনবার ক্ষমতায় ছিল। তারা জনগণকে কী দিয়েছে তার একটি তালিকা আমরা দেখতে চাই। কিন্তু তাদের সেই সাহস নেই।’

নগরীর ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলনের উদ্বোধন করে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষ। আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালেটে ভোট দিয়ে আবুল হোসেন বাবুলকে সভাপতি ও মিথুন বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা। এর আগেও তারা একই পদে ছিলেন।

সারাবাংলা/আইসি/একে

আওয়ামী লীগ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর