‘আমরা আছি বলে এখনও কথা বলছি’
১ এপ্রিল ২০২৩ ২০:৪৩ | আপডেট: ১ এপ্রিল ২০২৩ ২৩:০০
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আছি বলে এখনও কথা বলছি, এদেশের মানুষ কথা বলছে। তাই আমি প্রথমেই সাবধান বাণী উচ্চারণ করতে চাই সব মানুষের কাছে- বন্ধুগণ এখনও সময় আছে সর্তক হোন, সজাগ হোন।
শনিবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যুতের দামবৃদ্ধি, চাল, ডাল, তেল এবং কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব বলেন, ‘যারা আজ ক্ষমতাকে বেআইনিভাবে জোর করে ধরে রাখার জন্য ভিন্নমত ধারণকারী মানুষকে হত্যা করছে, গুম করছে, নির্যাতন করছে, কারাগারে নিচ্ছে তাদের হাত থেকে আপনারাও মাফ পাবেন না। কারণ, একদিন না একদিন আপনাদেরকেও ধরবে। তাই সবাই মিলে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের ওপর নিপীড়নের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়েছে। পত্রিকাটির রিপোর্টার শামসুজ্জামান শামসকে গ্রেফতার করেছে। আপনাদের মনে আছে, ‘আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমানকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। শফিক রেহমানকে একইভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে দীর্ঘকাল কারাগারে আটক করে রেখেছিল। তখন অনেকে কোনো কথা বলেননি’।
জার্মান কবি মার্টিন নিম্যোলারের ‘ফাস্ট দে কেইম’ (ওরা প্রথম এসেছিল) কবিতা আবৃত্তি করে তিনি বলেন, ‘এটা পড়ার লোভ আমি সামলাতে পারছি না। কারণ, আজকের প্রেক্ষাপটে কবিতাটি খুবই প্রাসঙ্গিক। কবিতাটি হচ্ছে, ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল, আমি কোনো কথা বলিনি। কারণ, আমি কমিউনিস্ট নই। তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল, আমি নীরব ছিলাম। কারণ, আমি শ্রমিক নই.. শেষ বার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে। আমার পক্ষে কেউ কোনো কথা বলল না। কারণ, কথা বলার মতো আর কেউ ছিল না।’
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা এর ব্যাকগ্রাউন্ড জানেন। জামার্নের ইহুদিদের হত্যা করার জন্য হিটলার ও হিটলারের গেস্টাবো বাহিনী যখন একেক করে কমিউনিস্ট, সাংবাদিক, লেখক যারা সত্য কথা বলে, যারা জনগণের কথা বলে শ্রমিকদের ধরে নিয়ে যাচ্ছিল তখন কোনো কোনো মানুষ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেদিন কোনো বিরোধিতা করেনি, কোনো কথা বলেনি। তাকে যখন ধরে নিতে আসল, তখন কথা বলার কেউ ছিল না।’
তিনি বলেন, ‘আজ ওই অবস্থা (জার্মানের মতো অবস্থা) এখানে হয়েছে। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তাদের একের পর এক ধরে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করেছে, তাদের গুম করেছে, হত্যা করেছে। শ্রমিকদের ধরে নিয়ে গেছে, গুম করেছে, হত্যা করেছে। ভিন্নমত পোষণ যারা করেছে তাদের গুম করেছে, হত্যা করেছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, মহিলা দলের আফরোজা আাব্বাস, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, মহানগর বিএনপির ইশরাক হোসেন, নবী উল্লাহ নবী, জাসাসের জাকির হোসেন রোকন, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্র দলের কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম