Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুকে অপব্যবহারের কারণে সাংবাদিক শামসুজ্জামান গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৩ ১৮:১৬ | আপডেট: ১ এপ্রিল ২০২৩ ২২:৫৯

ঢাকা: দৈনিক প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে চাইল্ড অ্যাবিউজ (শিশু নিপীড়ন) এর কারণে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

সেখানে বলা হয়, বাংলাদেশ সরকার লক্ষ্য করেছে যে, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিষ্ঠান জীবনযাত্রার ব্যয় নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশে মো. শামসুজ্জামান নামে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে ওই সাংবাদিক গ্রেফতার হয়েছেন চাইল্ড অ্যাবিউজ ও এক্সপ্লয়টেশনের (শিশু নিপীড়ন ও শোষণ) অপব্যবহারের অভিযোগে।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে জীবনযাত্রঅর খরচ নিয়ে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে আরও বলা হয়, কাউকে এ সব প্রতিবেদন লেখার জন্য গ্রেফতার করা হয়নি। ওই সাংবাদিককে ( মো. শামসুজ্জামান) শিশু নির্যাতন ও অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আরও বলা হয়, ওই সাংবাদিক ৯ বছরের একটি শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছিলেন। এটি অবশ্যই চাইল্ড অ্যাবিউজ ও এক্সপ্লয়টেশন। দ্বিতীয়ত মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখার চেষ্টা করেছেন। এই ধরনের কার্যকলাপও অবশ্যই অপরাধযোগ্য শাস্তি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিটি নাগরিকের জন্য বাক প্রকাশে স্বাধীনতা বজায় রাখার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি করা সৎ সাংবাদিকতার পরিপন্থী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

প্রথম আলো শামসুজ্জামান শামস