ট্রেনের টিকিট কিনতে লিখতে হবে সহযাত্রীর নাম
১ এপ্রিল ২০২৩ ১৮:০৩
ঢাকা: নিয়ম অনুযায়ী একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে অবশ্যই অনলাইন নিবন্ধন করে অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। ওই টিকিট ব্যবহার করে যে চারজন ট্রেন ভ্রমণ করবেন, প্রত্যেকের নামও উল্লেখ করতে হবে।
শনিবার (১ এপ্রিল) থেকে এই সংযোজন চালু করেছে রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ সিনেসিস-ভিনসেন-জেভি।
প্রতিষ্ঠানটির সিইও সন্দ্বীপ দেবনাথ গণমাধ্যমকে জানান, এখন থেকে টিকিট কেনার প্রক্রিয়া শেষ করতে সহযাত্রীদের নাম (জাতীয় পরিচয়পত্র/ফটো আইডিতে দেওয়া নাম) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমনের সময় সব যাত্রীকে অবশ্যই তাদের এনআইডি সঙ্গে রাখতে হবে এবং প্রদর্শন করতে হবে।
এর আগে, ২২ মার্চ রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন, একজন যাত্রী ঈদের অগ্রিম টিকিট ও ফেরতি যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতিক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একজন নিবন্ধিত যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, এবার ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৭ এপ্রিল। আর সকলকে টিকিট সংগ্রহ করতে হবে অনলাইন থেকে। আগামী ১৭ এপ্রিল ট্রেনে শুরু হবে প্রথম ঈদযাত্রা।
সারাবাংলা/জেআর/ইআ