রমজানে মসজিদ, মার্কেটে এসির তাপমাত্রা রাখতে হবে ২৫ ডিগ্রিতে
১ এপ্রিল ২০২৩ ১৫:২৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৩ ১৫:৩৩
ঢাকা: এবার গ্রীষ্মের সেচ এবং রমজান এসেছে একসঙ্গে। যে কারণে বিদ্যুতের ওপরে পড়েছে বাড়তি চাপ। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই চাপ সামলানো সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। এই সময়ে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মার্কেট, মসজিদ এবং বাণিজ্যিক ভবনে এয়ারকন্ডিশনের তাপমাত্রা ২৫ এর উপরে দিতে নিষেধ করেছে বিদ্যুৎ বিভাগ। একইসঙ্গে সিএনজি, সেচ পাম্পের সময় বেঁধে দিয়ে ইজিবাইক-অটোরিকশার চার্জে নিষেধাজ্ঞা দিয়ে ছয়টি নির্দেশনাও দিয়েছে।
শনিবার (১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত এক যুগে বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নতির ফলে একদিকে যেমন দেশের জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে, তেমনি চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সরকার গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। চলতি বছরে রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে একই সময় হওয়ায় বিদ্যুতের চাহিদা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। তাই রমজান মাসে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকের সাশ্রয়ী হওয়ার অনুরোধ করা হচ্ছে।
বিদ্যুৎ সাশ্রয়ে ছয় দফা নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হলো-
১. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামের ব্যবহার,
২. ইফতার ও তারাবির সময় মসজিস, শপিংমল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখা,
৩. পিক আওয়ারে বৈদ্যুতিক বিল বোর্ড, রি রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখা,
৪. অফপিক সময়ে রাত ১১টা থেকে সকাল ৯টা অব্দি সেচ পাম্প চালানো,
৫. সিএনজি পাম্পসমূহ বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা এবং
৬. ইজিবাইক, অটোরিকশার অবৈধ চার্জিং থেকে বিরত থাকা।
সারাবাংলা/জেআর/ইআ