Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের নতুন মোবাইল অ্যাপ ‘স্বাধীন’ উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
১ এপ্রিল ২০২৩ ১০:৫৭ | আপডেট: ১ এপ্রিল ২০২৩ ১০:৫৯

ঢাকা: আরও আধুনিক ও উন্নততর সেবার লক্ষ্য নিয়ে যমুনা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েব ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাধীন।

এ উপলক্ষে বুধবার (২৯ মার্চ) যমুনা ব্যাংকের কর্পোরেট অফিসে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও এপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড অথবা ওয়েব পোর্টালে সেল্ফ রেজিষ্ট্রেশন করা যাবে। এই অ্যাপ দিয়ে যমুনা ব্যাংকের সকল একাউন্ট হোল্ডাররা ঘরে বসেই মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে ব্যালেন্স ইনকুয়েরি, ব্যালেন্স ট্রান্সফার, এড মানি, মোবাইল টপ আপ, স্টেটমেন্ট ভিউ, পজিটিভ পে, ব্রাঞ্চ/সাব ব্রাঞ্চ/এটিএম বুথ লোকেশন, ইউটিলিটি বিল পেমেন্ট, মারচ্যান্ট পেমেন্ট, টোল পে, বেনেফিসিয়ারি ম্যানেজমেন্ট সহ আরো অনেক সেবা লাভ করতে পারবেন।

সারাবাংলা/ইআ

যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর