চৌগাছা সীমান্ত থেকে দেড় কেজি সোনা জব্দ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৩ ০৯:১৮
১ এপ্রিল ২০২৩ ০৯:১৮
যশোর: যশোরের ৪৯ বিজিবি’র অভিযানে জেলার চৌগাছা থানার সীমান্তবর্তী লক্ষীপুর এলাকা থেকে ১.৫১৫ কেজি ওজনের ১৩টি সোনার বার উদ্ধার ও জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার দাম ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিজিবির টহলদল চৌগাছায় কপোতাক্ষ নদের তীরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। তাকে ধাওয়া করলে সে ভারতের দিকে পালিয়ে যায়। পালানোর সময় ওই ব্যক্তির কোমরে রাখা সোনার বারগুলো পড়ে যায়। পরে বিজিবি টহলদল সেখান থেকে ১৩টি বার উদ্ধার করে।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়ের করে জব্দ করা সোনা জমা করা হয়েছে।
সারাবাংলা/এমও