Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক শামসের মুক্তি চেয়ে ঢাকা-আরিচা সড়কে জাবি শিক্ষার্থীরা

জাবি করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৩ ১৭:২০

ঢাকা: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে বাসা থেকে নিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার প্রতিবাদ ও তার মুক্তি চেয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাবির সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। আধা ঘণ্টা অবরোধ চলার পর রোজার মাসে মানুষের কষ্টের কথা ভেবে পরে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেন।

বিজ্ঞাপন

অবরোধ চলাকালীন বিক্ষোভকারীরা রোববারের মধ্যে সাংবাদিক শামসের মুক্তি দাবি করেন। মুক্তি না দিলে আবার আন্দোলনের ঘোষণা দেন তারা।

এ সময় অবরোধকারীরা শামসের মুক্তি ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানান।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণভাবে তাদের কাজ করতে পারে সে জন্য নিরাপত্তা দিতে এসেছি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখছি।’

জাবি প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমরা জানতে পেরেছি আমাদের শিক্ষার্থী রাস্তা অবরোধ করেছে। রমজানে জনমানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা অবরোধ তুলে নিয়েছে। বিষয়টি যেহেতু রাষ্ট্রীয় তাই আইনগতভাবে রাষ্ট্র এটির সমাধান করবে।’

সারাবাংলা/একে

টপ নিউজ মামলা সাংবাদিক শামস

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর