Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরগি ও পণ্যের দাম কারসাজিতে জড়িতদের কঠোর শাস্তি দাবি ক্যাবের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৩ ১৯:০৬

ঢাকা: ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের দাম কারসাজিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দ্রুত বাস্তবায়ন না করা হলে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সরকারের প্রতি এ দাবি জানান ভোক্তার অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান মো. ফজলুল হক ও ন্যাপের সংগঠনিক সম্পাদক মিতা রহমান। এ সময় ক্যাবের অন্যান্য সদস্য এবং সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।

ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘ব্রয়লার মুরগির বাজারে সিন্ডিকেট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। শুনেছি প্রতিযোগিতা কমিশনে সিন্ডিকেট তৈরি করা করপোরেট কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার মেরিট কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ কী হবে- তা নিয়ে আমরা সন্দিহান। আমার চাই, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিষয়টি পরিষ্কার করা দরকার।’

তিনি আরও বলেন, ‘ব্রয়লার মুরগির সিন্ডিকেট যারা করেছে তাদের নাম সরকারের কাছে পৌঁছেছে। এখন সরকারের সদিচ্ছা যদি থাকে তবে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবে।’

বিজ্ঞাপন

নাজের হোসাইন বলেন, ‘আমাদের দাবি একটাই, যারা ব্রয়লার মরগিরসহ নিত্য পণ্যের দাম কারসাজিতে দায়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের শাস্তির আওতায় আনা হোক। প্রতীকী মামলা দিয়ে যেন পার পাইয়ে দেওয়া না হয়।’ হুঁশিয়ারি উচ্চরণ করে তিনি বলেন, ‘এই মানববন্ধনের পর যদি সরকার ব্যবস্থা না নেয় তবে ক্যাবের পক্ষ থেকে সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হবে।’

ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, ‘এই রমজানে সংযম করার কথা, কিন্তু তারা তা না করে ভোক্তাদের পকেট কেটে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমরা ক্যাবের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই, যারা পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার কষ্টের টাকা লুণ্ঠন করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।’

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ব্রয়লার মুরগি বাংলাদেশের বাজারে অনেকের চেহারা উন্মোচন করে দিয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর আগে প্রমাণ করে দিয়েছে একটি ব্রয়লার মুরগি উৎপাদনে কত টাকা খরচ হয় এবং বাজারে কত টাকায় বিক্রি হয়। এই একটা ঘটনার মধ্যে দিয়ে কি পরিমাণ টাকা লুটপাট করেছে তা আমরা বুঝলাম। সরকারের সংস্থাই এটা প্রমাণ করেছে।’

তিনি আরও বলেন, ‘ব্রয়লার মুরগির আড়ালে চিনি সিন্ডিকেট আড়াল হয়ে গেল। ব্রয়লার মুরগি আড়ালে বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট আড়াল হয়ে গেল। তাদের অনেকই ব্রয়লার মুরগি নিয়ে আজ কথা বলছেন। কিন্তু নিজের লুটপাটের কথা বলছেন না। আমি পরিষ্কার বলতে চাই- রমজান মাসে মানুষকে কষ্ট দিয়েন না। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবস্থা নিন।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ক্যাব দাম কারসাজি নিত্যপণ্য

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর