Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৩ ১৩:৩৬

জয়পুরহাট: জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া মহল্লার বাসিন্দা দুর্গা রানী। নিহত অপর এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা রাণী নামে এক নারী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় একই ট্রেনের ধাক্কায় মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমও

জয়পুরহাট বরেন্দ্র এক্সপ্রেস রেললাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর