Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের আরও ২ স্টেশন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৩ ১২:৫৭

ঢাকা: মেট্রোরেলের আরও দুই স্টেশন আগামী ৩১ মার্চ চালু হচ্ছে। এই দুই স্টেশন চালু হলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার রেলপথে ৯ স্টেশনই চালু হচ্ছে। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ উত্তরা দক্ষিণ ও শ্যাওড়াপাড়া স্টেশন দু’টি চালু করা হবে।

সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হওয়া দেশের প্রথম বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত পৌনে ১২ কিলোমিটার রেলপথে মোট নয়টি স্টেশন রয়েছে। এরইমধ্যে ৯ স্টেশনের সাতটি চালু হয়েছে। বাকি রয়েছে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন। যা আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) চালু করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানিয়েছেন, স্টেশন দু’টি পরিচালনা সমন্বয় করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। নতুন স্টেশনে যাত্রাবিরতি হলেও আপাতত ট্রেন চলাচলের সময় সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগামী জুলাই থেকে পুরোদমে মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা রয়েছে। তখন প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলাচল করবে।

এর আগে, গত ১৫ মার্চ চালু করা হয় মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন। তারও আগে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ চালু করা হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট পৌনে বারো কিলোমিটার অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে বাণিজ্যিকভাবে চলা শুরু করে মেট্রোরেল।

সারাবাংলা/জেআর/এমও

মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর