Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ মাসে নিম্ন আয়ের পরিবারের ব্যয় বেড়েছে ১৩ শতাংশের বেশি: জরিপ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৩ ১৯:৪১ | আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১০:২৭

ঢাকা: গেলো ছয় মাসে নিম্ন আয়ের মানুষের আয় না বাড়লেও এসব পরিবারের ব্যয় বেড়েছে ১৩ শতাংশের বেশি। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সানেম আয়োজিত ‘কেমন আছেন নিম্ন আয়ের মানুষ?’ শীর্ষক অনুষ্ঠানে সংস্থাটি এ তথ্য জানায়।

গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, অনেক মধ্যবিত্ত পরিবার কষ্টে আছে। নিম্নবিত্ত পরিবার আরও কষ্টে আছে। রাজধানী এবং গ্রামের ১৬০০ পরিবারের ওপর সার্ভেটি করা হয়েছে। গেল ছয় মাসে নিম্নবিত্ত মানুষগুলোর আয় বাড়েনি কিন্তু খরচ বেড়েছে।

সানেমের গবেষণা বলছে, গেল ছয় মাসে ঘরে পর্যাপ্ত খাবার নেই বলে উদ্বিগ্ন ৭৩ শতাংশ নিম্ন আয়ের মানুষ। ক্ষুধা পেটে নিয়ে খাবার পায়নি ৩৩ শতাংশ আর এমনও পুরো দিন গেছে যেখানে ১৯ শতাংশ নিম্ন আয়ের মানুষ না খেয়ে দিনাতিপাত করেছে। মূল্যস্ফীতির চাপ নিম্ন আয়ের মানুষের ওপর কমাতে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির আওতা বাড়ানোর পাশাপাশি বেশ কিছু সুপারিশও করেছে এই প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি আরও বলছে, শহর কিংবা গ্রাম সবমিলিয়ে দেশে নিম্ন আয়ের মানুষের সংখ্যা প্রতি ১০০ জনে ২৪ জন। যাদের মাসিক আয় সর্বোচ্চ ১৪ হাজার টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এ সময়ে চাল-ডাল-মাংসের মতো প্রতিটি পণ্যের দাম বেড়ে জীবনযাত্রার খরচ বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ হারে সরকারি হিসাবে। কেবল তাই নয়, খাদ্য তালিকায় ভাত, ডাল, মাংসের মতো খাবার কমিয়েও স্বস্তি পাননি নিম্ন আয়ের মানুষেরা। বরং ঘরে পর্যাপ্ত খাবার না থাকায় উদ্বিগ্ন অবস্থায় কাটছে দিন ২৫ শতাংশের বেশি-ই চরম খাদ্য নিরাপত্তাহীনতায়।

বিজ্ঞাপন

গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলছে, গত ছয় মাসে নিম্নবিত্ত মানুষ ভাত খাওয়া কমিয়ে দিয়েছে। ১৬০০ পরিবারের মধ্যে ৩৭ শতাংশ পরিবার আগের চেয়ে কম পরিমাণে ভাত খায়। রুটি কম খাচ্ছে ৫৬.৫ শতাংশ পরিবার। ডাল কম খাচ্ছে ৪৫.৫৩ শতাংশ পরিবার। মাংস কম খাচ্ছে ৯৬ শতাংশ পরিবার এবং মাছ কম খাচ্ছে ৮৮.২২ শতাংশ পরিবার। এছাড়া ডিম কম খাচ্ছে ৭৭.০৬ শতাংশ পরিবার আর তেল কম খাচ্ছে ৮১.৪৩ শতাংশ পরিবার। আর শহর এলাকায় এই কম খাওয়ার প্রবণতা বেড়েছে। তবে গত ছয় মাসে মানুষের আয়ের কোনো পরিবর্তন হয়নি।

সারাবাংলা/এসজে/এনইউ

জরিপ সানেম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর