Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উল্টোরথ

আহমদ সারওয়ার
২৮ মার্চ ২০২৩ ২১:১৮

ইচ্ছেগুলোকে বললাম
আর ইচ্ছে করিস না
অনিচ্ছা এসে
স্বপ্নগুলোর স্বপ্ন দেখা বন্ধ করে দিল।

ভালোবাসাকে বললাম
ভালোবাসায় বসবাস
নিষিদ্ধ হোক তোর
কথা না বলা কথাকে
আর সুতোয় বাঁধা হলো না।

অনিয়মকে বললাম
নিয়মের বেড়াজালে আটকে যেতে
অসম্মতি জানিয়ে
কষ্টগুলো ডানা মেলল।

আনন্দ যখন
নিরানন্দ হয়
ভাবনাগুলো
স্মৃতির বিস্মৃতি ঘটায়।

এইসব মিথ্যের বেসাতি হতে
উল্টোরথে ফিরে যেতে চাই
প্রথম অনুভবে…
নির্মেদ ভালোবাসা
অমলিন ইচ্ছা
শুভ্র ভাবনার সেই অমূল্য আকর ভূমিতে।

আহমদ সারওয়ার কবিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর