Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৩ ২১:০৪

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে তেলবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরেক যাত্রী।

বুধবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শহীদ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক আব্দুল হাই (৩০) উপজেলার নরিনা ইউনিয়নের নববিলা গ্রামের আব্দুস সালামের ছেলে। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত মিজানুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পরে উপজেলার শহীদ ফিলিং স্টেশনের সামনে তেলবাহী ট্রাক একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুল হাইসহ দু’জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকটি আটক করা যায়নি। ট্রাক ও চালককে আটকে অভিযান চলছে।’

ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ আগামীকাল সকালে সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর