Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল নয়: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৩ ১৫:৫৫ | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৯:১০

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে চিঠি দেওয়া নিয়ে অনেকে বলতে চেয়েছেন, এটা সরকারের একটি কূটকৌশল। আমি পুরো জাতিকে অবহিত করতে চাই, আশ্বস্ত করতে চাই, এই পত্রের সঙ্গে সরকারের কোন রকম সংশ্রব নাই বা ছিলো না।

তিনি বলেন, যদি কেউ এটাকে কুটকৌশল মনে করতে চান, তাহলে এটা নির্বাচন কমিশনের কুটকৌশল হতে পারে, সরকারের কূটকৌশল এটা নয়। আর নির্বাচন কমিশন কখনো কূটকৌশল হিসাবে এই কাজটি করেনি। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কারর‌্যলয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন। এই সময় অপর চার কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আনিছুর রহমান, মো. আলমগীর, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমারন দেবনাত উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আমরা কিন্তু বিএনপিকে সংলাপে আহবান করি নাই। সংলাপ বিষয়টা কিন্তু আনুষ্ঠানিক। আমরা কোনভাবেই বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানায়নি। আমরা সুষ্পষ্টভাবে বলেছি, অনুষ্ঠানিক না হলেও অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন।

তিনি বলেন, বিএনপিকে দেয়া পত্রটি আমাদের এখান থেকে গেছে সরকারের পরামর্শ অনুযায়ী নয়। আর এটা মনে করে আমরা অনেক সময় ব্যথিত হয়, যে সরকারের আজ্ঞাবহ হয়ে কোন কাজ আমরা করবো ? আমরা সরকারের আজ্ঞাবহন করিনি। একটা কমিশনে পাঁচজন কমিশনার রয়েছেন। আমরা নির্বাচন বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি, আলোচনা করছি, আমাদের চিন্তার মধ্যে দিয়ে এটা ফুটে উঠেছে, যে বিএনপির মতো একটা দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। আমরা বলেছি আপনাদের ( বিএনপি) যে কৌশল, সেই কৌশলের ওপর আমাদের কোন রকম মন্তব্য থাকবে না। তারপরেও আমরা আলোচনা করতে চাই, সেই আলোচনার ফল ইতিবাচক হতেও পারে, নাও হতে পারে। কিন্তু প্রয়াস গ্রহণ করতে তো কোন বাধা থাকা উচিত নয়।

বিজ্ঞাপন

কাজী হাবিবুর আউয়াল বলেন, নির্বাচন কমিশন প্রথম থেকেই অবাধ নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করে। কমিশন মনে করে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের স্বার্থে, দলীয় গণতন্ত্রের স্বার্থে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন। এই দলগুলোর কথা বলছি। সংসদীয় গণতন্ত্রে দলীয় শাসনটাই হচ্ছে মূখ্য, বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী তাদের দ্বারা কখনো সরকার গঠন করা সম্ভব হয় না। সেজন্য আমাদেরও লক্ষ্য আমাদের দলগুলো চর্চার মাধ্যমে আরও সমৃদ্ধ হউক, আরও সংহত হউক। দেশে দলীয় চর্চা এবং সংস্কৃতির মাধ্যমে গণতান্ত্রিক সরকার আরও সংহত হোক, সেটা প্রথম দিন থেকেই আমাদের সদিচ্ছা।

বিএনপির চাওয়া নির্বাচনকালীন সরকার, সেই নির্বাচন কালীন সরকার কেমন হবে? সেটা নিয়ে ইসি আলোচনা করতে চাইলে বিএনপি আলোচনায় আসবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপিকে আমরা চিঠি দিয়েছি। যেকোন রেসপোন্স আমাদেরকে চিঠির মাধ্যমেই পেতে হবে।

বিএনপির দাবি একটাই নির্বাচনকালীন সরকার, তাহলে আপনারা বিএনপিকে ডেকে তাদের সঙ্গে কি আলোচনা করতে চান? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। বিএনপি ইসিতে আসলে কি আলোচনা করবো, সেই সময়টা বলে দিবে। আলাপচারিতার মাধ্যমেই এটা ফুটে উঠবে উনারা কি বললেন, আমরা কি বলবো, এই বিষয়ে আগাম কোন বক্তব্য বা আগাম কোন ধারণা দিতে পারছি না।

বিএনপি ইসির সঙ্গে কোন এজেন্ডা দিয়ে আলোচনা করতে চাই তাহলে কি করবেন ? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি এজেন্ডা দিয়ে আলোচনা করতে চাইলে তখন কমিশন বসে সমন্বিতভাবে বসে সিদ্ধান্ত নিবে।

বিএনপিকে যে চিঠি দেয়া হয়েছে, তা পুরো নির্বাচন কমিশন জানত কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, পুরো কমিশন পুরো চিঠি পড়েছে এবং কেউ কেউ সংশোধনীও দিয়েছে। ফলে এটা সিইসির চিঠি নয় পুরো কমিশনের চিঠি।

বিদেশি চাপ থাকার কারণে বিএনপিকে তড়িঘড়ি করে চিঠি দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের চিন্তা থেকে উদ্ভূত যে সিদ্ধান্ত সেটাই আমরা করেছি। কোন চাপের বিষয়টা একেবারেই অমূলক একটা ধারণা।

সারাবাংলা/জিএস/এনইউ

চিঠি টপ নিউজ নির্বাচন কমিশন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর