চট্টগ্রামে ডাস্টবিন থেকে কাটা হাত উদ্ধার
২৮ মার্চ ২০২৩ ১৪:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার হয়েছে। ক্লিনিক্যাল বর্জ্য হিসেবে শরীর থেকে বিচ্ছিন্ন হাতটি ডাস্টবিনে ফেলা হয়েছিল বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোড সংলগ্ন ঢেবার পাড় এলাকার ডাস্টবিন থেকে হাতটি উদ্ধার করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে জানিয়েছেন, হাতটি কনুই থেকে কাটা। কবজি ও কনুইতে আঘাতের চিহ্ন আছে। কাটা হাতে সেলাই ও ব্যান্ডেজের কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।
‘আশপাশের কোনো হাসপাতাল থেকে ক্লিনিক্যাল বর্জ্যের সঙ্গে কাটা হাতটি ডাস্টবিনে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে। দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়া কারও হাতটি কেটে বিচ্ছিন্ন করা হয়েছে বলে আমাদের ধারণা’, বলেন তিনি।
সকালে ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিস্কারের সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেটা দেখে পুলিশকে খবর দেয় বলে জানান ওসি সন্তোষ কুমার চাকমা।
সারাবাংলা/আরডি/এমও